Logo

আন্তর্জাতিক    >>   ২০ জানুয়ারি থেকে মেক্সিকো, কানাডা, চীনের ওপর শুল্ক আরোপ

২০ জানুয়ারি থেকে মেক্সিকো, কানাডা, চীনের ওপর শুল্ক আরোপ

২০ জানুয়ারি থেকে মেক্সিকো, কানাডা, চীনের ওপর শুল্ক আরোপ

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের দিনেই মেক্সিকো, কানাডা ও চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করার পরিকল্পনা জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘২০ জানুয়ারি, আমার প্রথম নির্বাহী আদেশে আমি মেক্সিকো এবং কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সব নথিতে স্বাক্ষর করব।’

ট্রাম্প তার দ্বিতীয় পোস্টে জানান, তিনি চীন থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন, কারণ তিনি দাবি করেন, চীন মাদক চোরাচালান মোকাবিলায় ব্যর্থ হয়েছে।

এই শুল্ক আরোপের পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকো ও কানাডার ওপর চাপ প্রয়োগ করা হবে যতক্ষণ না তারা অবৈধ অভিবাসী এবং মাদক সম্পর্কিত সমস্যা সমাধান না করে। ট্রাম্পের মতে, উক্ত দুই দেশেরই এই সমস্যাগুলো সমাধান করার যথেষ্ট ক্ষমতা রয়েছে এবং তারা যতক্ষণ না এটি করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বড় মূল্য দিতে হবে।

এছাড়া, ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যে তিনি চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ বা তারও বেশি শুল্ক আরোপ করবেন এবং মেক্সিকো থেকে আমদানিকৃত যানবাহনের ওপর এক হাজার শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনাও রয়েছে।

এখনো কিছুদিন বাকি রয়েছে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের (২০ জানুয়ারি) এবং ইতিমধ্যে তিনি তার মন্ত্রিসভা গোছানোর কাজও শুরু করেছেন। ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে বড় জয় লাভ করেন ট্রাম্প। 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert